কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


এমপিটি সিমে যোগাযোগ, বন্ধ হচ্ছে না মাদক

তথ্যপ্রযুক্তির উৎকর্ষতায় অপরাধ দমনে যেমন উন্নতি ঘটেছে তেমনি অপরাধীদের মধ্যেও বেড়েছে বিকল্প পন্থার ব্যবহার। টেকনাফ ও সেন্টমার্টিনের মধ্যবর্তী এলাকা হয়ে নৌপথে পাশের দেশ মিয়ানমার থেকে আসছে ইয়াবা। সম্প্রতি চাহিদা বেড়ে যাওয়ায় আসছে ভয়ঙ্কর মাদক আইসও (ক্রিস্টাল মেথ)। এজন্য মাদক-কারবারিরা ব্যবহার করছেন মিয়ানমারের সিম এমপিটি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও তদন্তসংশ্লিষ্টরা বলছেন, মিয়ানমার পোস্টস অ্যান্ড টেলিকমিউনিকেশনস (এমপিটি) এর সিম ব্যবহারের কারণে মাদক-কারবারিদের চিহ্নিত করা যাচ্ছে না। বাংলাদেশের বিভিন্ন স্থানেও রোমিং করে ব্যবহার করা যাচ্ছে এমপিটি সিম। এছাড়া নিজস্ব যানবাহনে করে ডিলার ও গ্রাহকদের বাসায় পৌঁছে যাচ্ছে আইস ও ইয়াবা। কখনও আচার, কাপড়; আবার কখনও চায়ের প্যাকেটের আড়ালে টেকনাফ থেকে আইসের চালান ঢুকছে ঢাকায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন