কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


'তোমরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না'

সম্প্রতি কুমিল্লার পূজামণ্ডপে কোরআন অবমাননার কথিত ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গোষ্ঠীর সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা সুনামগঞ্জের শাল্লা, কক্সবাজারের রামুতে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতা পুনরাবৃত্তির চেষ্টা- তাতে কোনো সন্দেহ নেই। এ ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি পূজামণ্ডপে আক্রমণ ও ভাঙচুরের ঘটনায় এর মোটিভ পরিস্কার। এ ঘটনার আইনি প্রতিকার চাওয়ার আগেই একটি গোষ্ঠী কর্তৃক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়ে ধর্মীয় উস্কানি প্রদান এবং প্রতিমা ভাঙচুরের ঘটনা সংখ্যালঘুবিদ্বেষী ধারাবাহিক অপতৎপরতাকারীদেরই কাজ, তাতে কোনো সন্দেহ নেই। ইসলামের নামে যারা বিভিন্ন সময়ে নানা ধরনের অপকর্ম চালিয়ে আসছে, তারা কি ইসলামের সহনশীলতা সম্পর্কে অবগত নয়? মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ভাষণে বলেছেন, 'হে মানব জাতি, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না। কেননা, অতীতে অনেক জাতি এ বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়েছে। উপস্থিত ব্যক্তিদের দায়িত্ব হবে আমার এ কথাগুলো অনুপস্থিত লোকদের কাছে পৌঁছে দেওয়া।' মহানবীর (সা.) এ ভাষণের মর্মবাণী যারা অনুধাবন করতে জানে না, তারা কোন ইসলামের অনুসারী? ইসলামের প্রাথমিক যুগে ইসলাম ধর্ম সম্পর্কে বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রদানকারী অনেকে ইসলামের সহনশীলতা এবং নবী মুহাম্মদের (সা.) মানবিক গুণাবলিতে মুগ্ধ হয়ে ইসলামের অনুসারী হয়েছিলেন, সে ধরনের অনেক উদাহরণ আছে। ধর্মীয় হিংসা ছড়ানো স্বার্থান্বেষী মহলও এ সম্পর্কে অবগত। এর পরও তারা এ ঘটনাকে পুঁজি করে গুজব ছড়িয়ে ঘোলা জলে মাছ শিকার করতে চায় রাজনৈতিক কারণে- তাতে কোনো সন্দেহ নেই। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন