কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মাসুদরা কেন ভালো হয় না, হবে না

মাসুদকে সবাই ভালো হয়ে যেতে বলে, কিন্তু মাসুদ আর ভালো হন না। সেই মাসুদ এখন মিরপুরের বিআরটিএ কার্যালয় থেকে প্রধান কার্যালয়ে স্থানান্তরিত হয়েছেন (সূত্র বাংলা ট্রিবিউন)। মাসুদ ভালো হয়েছেন কি না, তা জানা না গেলেও চাকরিতে যে তাঁর উন্নতি হয়েছে তা বোঝা যায়। এ ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে সাম্প্রতিক ই-কমার্স জালিয়াতি, স্বাস্থ্য খাতে দুর্নীতি থেকে শুরু করে সাম্প্রদায়িক হামলা—সবকিছুর সূত্র পাওয়া সম্ভব।

তার আগে ভাইরাল হওয়া মাসুদের পরিচয় জানা যাক। চার বছর আগে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের মিরপুরের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয় পরিদর্শনে যান। সে সময় তিনি হুটহাট বিভিন্ন স্থান ও দপ্তর পরিদর্শন করতেন। অনিয়ম দেখলে শাসাতেন। সঙ্গে থাকা সাংবাদিকদের বহর সেসবের ভিডিও ফুটেজ প্রচার করতেন। সে রকম এক পরিদর্শনকালে সাংবাদিকদের সামনে প্রতিষ্ঠানটির উপপরিচালক মাসুদুর রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মাসুদের সঙ্গে দেখা হলেই আমি বলি “মাসুদ, তুমি ভালো হয়ে যাও।” কিন্তু সে এখনো পুরোপুরি ভালো হননি। মাসুদ দীর্ঘদিন বিআরটিএতে আছে। ব্যবহার ভালো, মধুর মতো। কিন্তু যা করার একটু ভেতরে-ভেতরে করে।’(সূত্র বাংলা ট্রিবিউন)

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন