কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গ্রিক দার্শনিকের উপলব্ধি এবং এমপি সাহেবের বাড়িবিলাস

যুগান্তর ড. মাহবুব উল্লাহ প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১, ১৩:২৩

সম্মানিত পাঠক হয়তো লক্ষ করেছেন কখনো কখনো কলাম লিখতে গিয়ে আমি দার্শনিক প্রসঙ্গের অবতারণা করি। আমাদের ভুলে গেলে চলবে না, সব ধরনের জ্ঞানের ভিত্তি হলো দর্শন। কোনো ব্যক্তিবিশেষ যখন কোনো একটি বিষয়ের ওপর আলোকপাত করেন, তখন এর মধ্য দিয়ে ফুটে ওঠে তার দার্শনিক দৃষ্টিভঙ্গি, যদিও তিনি দর্শন একেবারেই পছন্দ করেন না।


খ্রিষ্টের জন্মপূর্ব পঞ্চম শতাব্দীর মাঝামাঝি সময়ে গ্রিক চিন্তার জগত নতুন এক ধরনের মোড় নেয়। এ মোড় নেওয়ার পেছনে রয়েছে সফিস্ট নামে পরিচিত দার্শনিকদের উত্থান। সফিস্ট শব্দটি এসেছে সফিযেস্টহাই ক্রিয়া পদটি থেকে। এর অর্থ হলো একটি পেশাকে আবিষ্ক্রিয়ামূলক এবং ধূর্ত করে তোলা। সফিস্টরা তাদের বক্তৃতার জন্য টাকা-পয়সা আদায় করত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও