কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি বড় অংশ গবেষণাবিমুখ

শিক্ষকতা একটি মহান পেশা। এ বিষয়ে দ্বিমত পোষণের কোনো সুযোগ নেই। আমরা সবাই জানি শিক্ষকরা হলেন জাতি গঠনের মূল কারিগর। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত সব শিক্ষক দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় মানবসম্পদ তৈরির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন। সুতরাং এই পেশায় যাঁরা রয়েছেন, তাঁদের খাটো করে দেখার সুযোগ নেই। বঙ্গবন্ধু ১৯৭৩ সালে যখন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিয়ে আইন প্রণয়ন করেছিলেন, তিনি তখন শিক্ষকদের জাতির বিবেক হিসেবে বিবেচনা করেছিলেন। তিনি জানতেন শিক্ষকরা নিজেদের বিবেকের দ্বারা তাড়িত হবেন। আইন দিয়ে শিক্ষকদের আচরণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা শিক্ষকরা নিজেদের সম্মান সমুন্নত রাখতে পেরেছি কি? প্রায় ২৪ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে আমার যে উপলব্ধি হয়েছে, তা হলো সময়ের আবর্তে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের সম্মান অনেকটা নিজেরাই ভূলুণ্ঠিত করেছি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন