কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

ক্রিকেটভক্তদের মনে টি-টোয়েন্টি বিশ্বকাপের হাওয়া লেগেছে এরই মধ্যে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা এখন ক্রিকেট। তাই দেশের ক্রিকেটভক্তদের কথা তো বলার অপেক্ষাই রাখে না। এত দিন হাওয়াটা ধীরে ধীরেই বইছিল। তবে ৫ অক্টোবর থেকে তা আরও প্রবল গতিতে শুরু হয়েছে, ওমানে বাংলাদেশ ক্রিকেট দলের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরুর মধ্য দিয়ে। ১৭ অক্টোবর শুরু বিশ্বকাপ। এর আগে বাংলাদেশ ক্রিকেট দলের মিশন হওয়া উচিত এখন একটাই বাকি থাকা দিনগুলো কাজে লাগানো। দেশে কোনো প্রস্তুতি ক্যাম্প ছাড়াই ওমান গেছে বাংলাদেশ দল, তাই সেখানকার প্রতিটি অনুশীলন সেশনেই নিজেদের ঢেলে দিতে হবে টিম বাংলাদেশকে। সত্যি বলতে বিশ্বকাপের প্রস্তুতি যেভাবে হওয়া দরকার ছিল, মাহমুদউল্লাহ রিয়াদদের সেটা হয়নি। যদিও সম্প্রতি আমরা ঘরের মাঠে দুটি সিরিজ খেলেছি এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজেই জিতেছি। এর আগে জিম্বাবুয়ের মাটিতে তাদের বিপক্ষে সিরিজ জয়ের তাজা স্মৃতিও রয়েছে। আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে সবকিছুই ঠিক ছিল। যে উইকেটে খেলা হয়েছে সেটা আসলে টি-টোয়েন্টি ম্যাচের জন্য বা বিশ্বকাপের প্রস্তুতির জন্য কতখানি উপযোগী ছিল, এ প্রশ্ন তখন সবার মনেই জেগেছে এবং এই প্রশ্ন বা মনের শঙ্কাটা অহেতুক নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন