কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দৃশ্যমাধ্যম আপন শক্তিতে আলোকিত হোক

বাংলা ট্রিবিউন তুষার আবদুল্লাহ প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২১, ১৯:০৮

আনন্দ, দুঃখ এবং উদ্বেগ নিয়ে শুক্রবার দিবারাত্রি ফোন করেছে কতজন। এখনও করছে। দেশের ক্যাবল অপারেটরের মাধ্যমে নেওয়া সংযোগে বিদেশি চ্যানেল দেখা যাচ্ছে না। শুধু দেশি চ্যানেল দেখতে পেয়ে উল্লসিত কোনও কোনও দর্শক। তাদের মতে বিদেশি চ্যানেলের ভিড়ে দেশি চ্যানেলের অনেকগুলো দেখাই হয়নি। কতগুলোর নামও জানা ছিল না। এছাড়া বিদেশি কোনও কোনও চ্যানেলের প্রতি পরিবারের সদস্যদের এমনকি নিজেরও যে আসক্তি তৈরি হয়েছিল, তা থেকে মুক্তির পথ যেন খুঁজে পেলেন।


আরেকটি পক্ষ বিরক্ত। কেন বিদেশি চ্যানেল বন্ধ হবে? দেশি চ্যানেলেতো দেখার মতো কিছু নেই। খুঁজে পাচ্ছি না। না খবর। না অনুষ্ঠান। কিছুই দেখতে পাচ্ছি না।   নিজেদের ভালো কিছু দেখানোর মুরোদ নেই, বিদেশি চ্যানেল  বন্ধ করে  দিলো। উপায় বা সমাধান  খুঁজে বের না করে  মস্তক কেটে  ফেলাকে  তারা অপরিপক্কতা মনে করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও