কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


আত্মহত্যার নামে অবহেলার মোড়কে হত্যা বন্ধ হোক

Evana Laila Choudhury ফেসবুকে যখন খুঁজতে গেলাম, দেখি তার নাম Popular Now। কারণ তিনি মৃত, জাগতিক জীবনের দায়মুক্তি হয়েছে। এই দায়মুক্তি তার ইচ্ছাকৃত মানে সে আত্মহত্যা করেছে। আত্মহত্যা নিয়ে আমাদের ভিন্ন মতবাদ আছে। যেকোনো ধর্মেই যা মহাপাপ, আর সামাজিকতায় তা দুর্বল মানসিকতার পরিচয়।এসকল মতামত নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। কিন্তু কেনো মানুষ জীবন থেকে দায়মুক্তি চায় এটি নিয়ে আমার কিছু প্রশ্ন আছে। কিছুদিন আগে বেশকিছু কথা বলেছিলাম। আজ আবারো সেই কথাগুলোই লিখছি।

প্রতিদিন অন্তত একটি ইচ্ছে আত্মহত্যা করে পূরণ না হওয়ায়। হাজারো অভিমান আত্মহত্যা করে ; মান ভাঙানো ভালোবাসার অভাবে। ভাবনাগুলো আত্মহত্যা করে সামাজিক নিয়মের ফাঁদে পড়ে। আকাশ ছোঁয়া স্বপ্নের আত্মহত্যা প্রতিদিনের চোখ রাঙানো বাস্তবতায়। সাজানো মন আত্মহত্যা করে একজন ভুল সঙ্গীর সংস্পর্শে। প্রতি মুহূর্তের আত্মহত্যার কোনো খবর কি আমরা রাখি। অথচ এতগুলো আত্মহত্যার ভার সইতে না পেরে শরীরের আত্মহত্যায় চলে নানা রকম বিশ্লেষণ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন