কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিলুপ্তপ্রায় লাইব্রেরি :পাঠ্যবই কি একদিন জাদুঘরে যাবে?

ইত্তেফাক সুধীর সাহা প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৬

হয়তো আর কিছুদিনের অপেক্ষা। তারপর একদিন ষোলকলা পূর্ণ হবে। পাঠ্যবইয়ের স্থান হবে জাদুঘরে। মিশরের মমির পাশে শুয়ে থাকবে ‘গণিত মুকুল’ কিংবা ‘গণিত সহজ পাঠ’। মেধার মন্বন্তরে বেঁচে থাকব আমরা শিগিগরই। আমরা একদিন ভুলেই যাব কত শত বছরের প্রান্ত থেকে যে স্বর নিয়ে এসেছিল, যে আলোকের জন্মসংগীত গান গাইছিল, সেই লাইব্রেরি বা গ্রন্থাগারকে। ঠিক যেমন করে আজ আমরা ভুলে গেছি ব্যঙ্গ, বিদ্রূপ, শ্লেষ ও হাস্য-কৌতুকে ভরা দেওয়াল-ছড়ার কথা।


উচ্চমাধ্যমিক এক পরীক্ষার্থীর বাবা ফিরছিলেন হাতে মস্ত বাজারের ব্যাগ নিয়ে। ছেলের জন্য মাছ-শাক-সবজি নয়, ব্যাগভর্তি নোটবই। অনলাইন ক্লাসে ছেলে খুব সুবিধা করতে পারেনি, তাই বাবা কিনে নিয়েছেন বাজারচলতি নানা নোটবই। কেবল ছাপানো নোটবইতে কুলোচ্ছে না। সাতসকালেই খুলে গেছে মোড়ের দোকানের জেরক্স সেন্টার। পাশে একজন চেয়ারে বসে টেবিলে রাবার স্ট্যাম্প মেরে দিচ্ছে নোটের পাতায় পাতায়—‘সিউর সাকসেস কোচিং সেন্টার’। খাঁটি নকল আরকি

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও