কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


পরীমণির ঘটনা কী বার্তা দিচ্ছে

কাশিমপুর কারাগারের প্রধান ফটকের সামনে কয়েকশ লোকের ভিড়। একটি সাদা গাড়ি বেরিয়ে আসছে। ফটকের কাছাকাছি আসতেই সবাই গাড়িটি ঘিরে দাঁড়াল। গাড়ির সানরুফ খুলে একজন বেরিয়ে এলেন। মাথায় ফ্যাশনেবল সাদা ওড়না বাঁধা। চোখে রোদচশমা। থুতনির নিচে মাস্ক। মুখে হাসি। সহসাই চেনা গেলপরীমণি। বাংলাদেশের চলচ্চিত্র নায়িকা। গত ৪ আগস্ট থেকে যিনি প্রথমে র‌্যাবের হাতে আটক ও পরে দফায় দফায় সিআইডি পুলিশের রিমান্ড পেরিয়ে কারা অন্তরালে ২৭টি দিনরাত্রি কাটিয়ে জামিনে মুক্ত হয়ে বেরিয়ে এলেন। পরীমণিকে দেখে উপস্থিত ভক্ত, অনুরাগীরা সেলফি তুললেন, হাত মেলালেন। জবাবে পরীমণি মুখে কিছু বললেন না। হাত নাড়িয়ে জবাব দিলেন। আর তখনই দেখা গেল হাতের তালুতে মেহেদি দিয়ে ইংরেজিতে লেখা : ‘ডোন্ট লাভ মি বিচ’ (লাভ শব্দের বদলে ভালোবাসার চিহ্নসূচক তিনটি হৃদয় আঁকা)। এর নিচে হাতের মধ্যম আঙুল প্রদর্শনের একটি ‘বিশেষ চিহ্ন’। এই ঘটনা গত ৩১ আগস্টের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন