কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৫০ সে.মি. ওপরে

বার্তা২৪ গাইবান্ধা প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫০

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধার ব্রহ্মপুত্র, ঘাঘটসহ সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বৃদ্ধি পেয়েছে বহ্মপুত্র নদের পানি। এ নদে পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর প্রাবাহিত হচ্ছে। গত কয়েকদিন ধরে অব্যাহত পানি বৃদ্ধির ফলে প্লাবিত হচ্ছে নদীর তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলগুলো।


বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড থেকে এ তথ্য জানানো হয়। পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোলরুম থেকে বলা হয়, ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ও ঘাঘটের পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া করতোয়া ও তিস্তা নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও