কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ভোক্তার আস্থা অর্জনই চ্যালেঞ্জ

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকারের নানামুখী প্রচেষ্টার সুফল দেশের মানুষ পাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এ সাক্ষ্যই বহন করছে। রোববার সমকালের একটি প্রতিবেদনে ই-কমার্সের বিকাশে এ খাতে স্বচ্ছতা নিশ্চিত করার কথা বলা হয়েছে। শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ঢাকা চেম্বারের এক অনলাইন সভায় বক্তারা এই তাগিদ দিয়েছেন। আমরা জানি, দেশে দ্রুত ই-কমার্সের বিকাশ ঘটছে, কিন্তু অনেক ক্ষেত্রে নিয়মনীতির ব্যত্যয়ও ঘটছে।

আমরা এই সম্পাদকীয় স্তম্ভেই লিখেছিলাম, ইন্টারনেটভিত্তিক ব্যবসা বা ই-কমার্সের পরিধি ও ব্যবসা প্রতিষ্ঠান উভয়েরই প্রসার ইতিবাচক হলেও দিন দিন এ খাতে গ্রাহকের অভিযোগ যেভাবে বাড়ছে, তা আমাদের উদ্বিগ্ন না করে পারে না। কাজেই এ ব্যাপারে স্বচ্ছতা নিশ্চিত করার যে তাগিদ ঢাকা চেম্বারের সভায় দেওয়া হয়েছে, এর সঙ্গে আমরা সহমত পোষণ করি। আমরা দেখছি, ই-কমার্স খাতে নানা রকম অসংগতি রয়েছে। ভোক্তাদের অধিকার কিংবা স্বার্থ সংরক্ষণে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় আমরা মনে করি, প্রযুক্তির মাধ্যমে ব্যবসার প্রসারে সর্বাগ্রে জরুরি নীতিমালার বাস্তবায়ন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন