কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সরকারের আয় জনগণের ব্যয়, সরকারের ব্যয় জনগণের আয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই পাকিস্তান আমলে, জনগণকে অর্থনীতির জটিল বিষয় বোঝাতেন এভাবে ‘সরকারের আয় মানে হচ্ছে জনগণের ব্যয় এবং সরকারের ব্যয় হচ্ছে জনগণের আয়।’ তিনি সাধারণের ভাষায় কথা বলতে পারতেন। পাকিস্তানের শুরু থেকেই পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান বঞ্চনার শিকার হচ্ছে।  এ উপলব্ধি অন্য অনেকের চেয়ে আগে হয়েছিল তাঁর। তাঁর সম্পর্কে পাকিস্তানের গোয়েন্দারা যে হাজার হাজার প্রতিবেদন জমা করেছে ইন্টালিজেন্স ব্রাঞ্চে।

সেখানে বলা হয়েছে সেই ১৯৪৮ সালে তিনি ধান কাটা মজুর অর্থাৎ দাওয়ালদের পাশে দাঁড়িয়েছেন। পূর্ব বাংলার বঞ্চনা তুলে ধরতে গিয়ে তিনি বলতেন, পাকিস্তানের শোষক শ্রেণির বড় অংশের বসবাস পশ্চিম পাকিস্তানে। তারা পূর্ব বাংলার কৃষকের উৎপাদিত পাট, তামাক, আখ থেকে প্রচুর উপার্জন করে। কিন্তু এ আয়ের বেশিরভাগ ব্যয় করে পশ্চিম পাকিস্তানে। এ জন্য তিনি উপমা দিতেন এভাবে।  ধরা যাক, একটি দুধেল গাই ঘাস খাচ্ছে পূর্ব বাংলার জমিতে, কিন্তু সেটির দুধের বাট পশ্চিম পাকিস্তানে। সেখানের শোষকরা বালতি ভরে দুধ দুইয়ে নিচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন