কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


স্ত্রীর নামে উপহারের দুটি ঘর, সাময়িক বরখাস্ত চেয়ারম্যান

একাধিক প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) বিকাল ৫টার দিকে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আবু জাফর রিপন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ওই দিনই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, চেয়ারম্যান জাহিদুল ইসলামের বিরুদ্ধে পূর্ব আঠালিয়া মাস্তানের মসজিদ থেকে বাচ্চু খানের জমি পর্যন্ত রাস্তার কাজে অনিয়ম, যার জমি আছে ঘর নেই প্রকল্পের আওতায় স্ত্রীর নামে দুটি ঘর বরাদ্দ এবং সরকারিভাবে বরাদ্দকৃত গভীর নলকূপ চাচার বাড়িতে স্থাপনের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে। চেয়ারম্যান কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪ (৪) (খ) ও (ঘ) অপরাধ সংঘটিত হওয়ায় ৩৪ (১) ধারা অনুযায়ী জাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন