কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


আফগানিস্তান কি শান্তির সুযোগ পাবে

তালেবান বাহিনী আফগানিস্তানে তাদের দ্রুতগতির সামরিক অগ্রযাত্রা অব্যাহত রাখলেও দেশটিতে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে আলোচনার ভিত্তিতে সমঝোতা প্রতিষ্ঠার কূটনৈতিক প্রচেষ্টার সুযোগ এখনো বন্ধ হয়ে যায়নি। কাতারের রাজধানী দোহায় এ মাসের গোড়ার দিকে আফগান পক্ষগুলোর মধ্যে দুদিনের জ্যেষ্ঠপর্যায়ের আলোচনার মধ্য দিয়ে প্রথমবারের মতো একটি যৌথ ঘোষণা এসেছিল। এর অর্থ অবশ্য এই নয় যে দুটি পক্ষ মূল বিষয়গুলো নিয়ে আলোচনা এমনকি, শুরু করার পর্যায়েও পৌঁছেছিল। এ কারণে দোহার বৈঠকটি হতাশারই জন্ম দিয়েছে। তবে তাদের যৌথ বিবৃতিটিকে শান্তিপূর্ণ সমাধানের পথে অগ্রসর হওয়ার জন্য একটি নীতিমালার রূপরেখা তৈরির ক্ষেত্রে কিছুটা হলেও সামনে এগোনো বলা যেতে পারে। ওই বিবৃতিতে একটি আলোচনাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক ফয়সালার লক্ষ্য নির্ধারণ করার পাশাপাশি বেসামরিক অবকাঠামো রক্ষা, সাধারণ মানুষের প্রাণহানি রোধ ও মানবিক সহায়তায় সহযোগিতা করার অঙ্গীকার করা হয়েছে। এ ছাড়া চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত জ্যেষ্ঠপর্যায়ে আলোচনায় যুক্ত থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে উভয় পক্ষই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন