কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


নকশা আঁকা কলম

কথায় আছে, অসির চেয়ে মসি বড়। মসি মানে কলম। এই কলমের ইতিহাস হাজার বছরের পুরোনো। ইংরেজিতে যার নাম পেন। আর পেন শব্দটি এসেছে লাতিন শব্দ পেন্না থেকে, যার অর্থ পাখির পালক। একটা সময় ছিল যখন লেখার জন্য পালক ব্যবহার করা হতো। সময় বদলেছে, মানুষ লেখার সুবিধায় আবিষ্কার করেছে নানা রকম কলমের। কত রং, কত বাহার, কত ধরন সেসব কলমের। লেখার সুবিধা তো বটেই, সৌন্দর্যেও বুঁদ হতে হয় কলমের নকশায়।

গল্প-উপন্যাস বা বিজ্ঞানের ফর্মুলা কিংবা নিছকই বাজারের ফর্দ—যা–ই লিখতে যাই না কেন, লাগবে কলম। আর সেই কলমই যদি হয় বিশেষ ধরনের, বিয়ে, জন্মদিনের মতো বিশেষ কোনো মুহূর্তে প্রিয়জনের দেওয়া, তবে লেখার অনুভূতিও নিশ্চিতভাবেই আনন্দময় হয়ে ওঠে। তাই না, বলুন?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন