কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আয় বাড়াতে হাওড়ার সংগ্রহশালা ভাড়া দেবে রেল, সিদ্ধান্তের সমালোচনায় তৃণমূল

আনন্দবাজার (ভারত) হাওড়া প্রকাশিত: ২৪ জুন ২০২১, ২১:৫৬

এ বার রেলের সংগ্রহশালাকে বাণিজ্যিক কাজে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে রেল। হাওড়ায় রেলের সংগ্রহশালা ভাড়া দেওয়া হবে সামাজিক অনুষ্ঠানে। আয় বাড়াতে এমনই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল বোর্ড। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ওই সংগ্রহশালায় রয়েছে একাধিক জিনিসপত্র যার সঙ্গে জড়িয়ে রেলের ঐতিহ্য। সেই জায়গা সামাজিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হলে ওই সব জিনিসপত্রের ক্ষতির আশঙ্কাও করছেন অনেকে।


পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা জানিয়েছেন, রেলের আয় বাড়ানোর জন্য জন্মদিন বা নানা সামাজিক অনুষ্ঠানে রেলের ওই সংগ্রহশালাকে এ বার ভাড়া দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘‘এ ব্যাপারে কিছু দিন আগে দরপত্র ডাকা হয়। সেই দরপত্রে বেশ কয়েকটি বাণিজ্যিক সংস্থা সাড়াও দেয়। মিউজিয়ামের মধ্যে যে ফাঁকা জায়গা আছে তাতে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়েছে।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও