কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইসরাইলের ঘরে ঘরে ‘নেতানিয়াহু’

ইত্তেফাক হাসান ইমাম প্রকাশিত: ১৩ জুন ২০২১, ০৯:৩৩

ফিলিস্তিনিদের দিকে, তাদের ভূখণ্ডের দিকে সার্বক্ষণিক তাক করে থাকা ‘কামান’টির নাম ইসরাইল বললে এতটুকু অত্যুক্তি হয় না। এই কামানের রসদ জোগানদাতা যে যুক্তরাষ্ট্র, তাও সবার জানা। কামানের কলকবজা মেরামতে সর্বদা উদারহস্ত আরো দুই মিত্র পরাশক্তি ব্রিটেন ও ফ্রান্স।


 


 


 


ফিলিস্তিনিদের ধ্বংসযজ্ঞের খতিয়ান দিয়ে পরিমাপ হয় কামানের কার্যকারিতা! তাই কামানটির চালকের আসনে কে বসল, তাতে কামানের সামনে থাকা জানমালের ঝুঁকি এতটুকু হেরফের হয় না। নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্ব অবসানের সম্ভাবনায় তাই উল্লসিত হওয়ার কিছু তো নেই-ই; হাঁফ ছাড়ার কথা উচ্চারণও বেমানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও