কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ফররুখ আহমদের আত্মবিশ্বাস

কবির আত্মবিশ্বাসের কথা খুব জোর দিয়ে উল্লেখ করতেন কবি আল মাহমুদ। অভিজ্ঞতা, প্রেরণা, মননশক্তির যে যৌথ অনুরণন ও অনুলেপন একজন কবির কবিতার মধ্যে আমরা দেখতে পাই, তার সবটাই বিফলে যেতে পারে এই আত্মবিশ্বাসের অভাবে। প্রশ্ন হয়তো উঠবে, একজন কবিকে এই আত্মবিশ্বাসের শক্তি জোগায় কে? এর উত্তর নানারকম হতে পারে। তবে কবির দার্শনিক অবস্থান, তার কাব্যিক ও রাজনৈতিক প্রত্যয় এ ক্ষেত্রে একটি প্রধান ভূমিকা পালন করে থাকে। এই ভূমিকা, যা কি না কবির অবস্থানকেও একজন পাঠকের পক্ষে বুঝে নিতে সুবিধা হয়। তাতে করে পাঠক সব সময়ই যে কবির ওই অবস্থানের সঙ্গে সামীপ্য বোধ করবেন, তা কিন্তু না-ও হতে পারে। কিন্তু পাঠকের দিক থেকে ওই কবির কবিতাপাঠের ক্ষেত্রে সেটি তেমন কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারে না। পারে না, যদি কবি ও পাঠকদুই পক্ষই পরস্পরের মর্ম সন্ধানী হয়ে থাকেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন