কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বিদেশ ভালো?

অস্ট্রেলিয়াতে এখন চলছে শীতকাল। সময়ের হিসাবে অস্ট্রেলিয়াতে মোট চারটি ঋতু। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারী গ্রীষ্মকাল, মার্চ থেকে মে শরৎকাল, জুন থেকে আগস্ট শীতকাল আর সেপ্টেম্বর থেকে নভেম্বর বসন্তকাল। অবশ্য সিডনিতে একটা কথা প্রচলিত আছে। সেটা হলো তিনটা ‘ডব্লিউ (W)’ কে বিশ্বাস করতে নেয়; সেগুলো হলো ওয়ার্ক (Work), ওমেন (Women) এবং ওয়েদার (Weather)। এখানকার আবহাওয়ার আসলেই কোন ঠিক ঠিকানা নেয়। বলা হয়ে থাকে এখানে একই দিনে চার ঋতুর দেখা মাইল হরহামেশা। তবে আমার অভিজ্ঞতা থেকে দেখেছি এখানে আসলে ঋতু দুইটা – গ্রীষ্ম এবং শীত। গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক জায়গায় পঞ্চাশের উপরে উঠে যায় আবার শীতকালে তাপমাত্রা অনেকসময় শূন্যের নিচে নেমে আসে। আর শীত গ্রীষ্ম দু ঋতুতেই আবহাওয়ার সাথে তাল মিলিয়ে চলে গরম অথবা ঠান্ডা ঝড়ো বাতাস। গরমে এখানে ‘বুশ ফায়ার (বনে আগুন লাগা)’ খুবই সাধারণ ঘটনা। আর শীতকালে শীতের তীব্রতা বাড়াতে মাঝে মাঝেই শুরু হয় টানা বর্ষণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন