কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বন্ধ হচ্ছে না সুন্দরবনের ছোট কাঁকড়া ধরা, প্রশাসনের অবহেলা

কিছুতেই বন্ধ হচ্ছে না সুন্দরবনের ছোট কাঁকড়া ধরা। সুন্দরবনে সব ধরনের পাস বন্ধ থাকলেও অসাধু ব্যবসায়ীরা নানাভাবে এসব কাঁকড়া ধরে প্রকাশ্যে বাজারে বিক্রি করছে। তবে এ বিষয়ে নিরব প্রশাসন।  

বিভিন্ন মাধ্যমে জানা যায়, প্রশাসনের যোগসাজশে সুন্দরবনের কাঁকড়া নিধনে নেমেছে প্রজেক্ট মালিক ও একদল অসাধু ব্যবসায়ী। শ্যামনগর উপজেলার কলবাড়ি, হরিনগর, সুন্দরবন, মীরগাং, ভেটখালী, বুড়িগোয়ালিনী, গাবুরা, চাঁদনীমুখাসহ পার্শ্ববর্তী উপজেলার কয়রা, কাঠকাটা, ঘড়িলাল, আংটিহারা, জোড়শিং ও পাইকগাছা থেকে সড়ক ও নৌপথে প্রতি রাতে ৩-৪ হাজার কেজি ধরা ও বিক্রয় অযোগ্য ছোট কাঁকড়া নিয়ে আসা হচ্ছে বুড়িগোয়ালিনীতে অবস্থিত দুই শতাধিক সফট সেল ফার্মে। বেশি লাভের আশায় জোট বেঁধে ছোট কাঁকড়া সংগ্রহ করেছেন একদল অসাধু ব্যবসায়ী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন