কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


‘প্রতিশোধ নিতেই ভিডিওটি ভাইরাল করেছি’

অনেকক্ষণ কথা বলার পর চোখ তুলে সরাসরি তাকালেন কাজল। বললেন, 'আমি প্রতিশোধ নিতেই ভিডিওটি ভাইরাল করেছি। চেয়েছি সবার সামনে টিকটক হৃদয়ের ভয়ংকর রূপটি প্রকাশ করে দিতে। আমার তো সব শেষ; যাতে আর কেউ এ রকমভাবে প্রতারিত না হয়।'

কাজল এই তরুণীর আসল নাম নয়। আমরাও তার আসল নাম প্রকাশ করতে চাই না। তবে কাজল নামেই তিনি পাচার হয়েছিলেন বেঙ্গালুরুতে। সৌভাগ্যক্রমে পালিয়ে ফিরতে পেরেছেন। আর দেশে আসার পর ঘটনাক্রমে তার হাতে চলে আসে ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি এক তরুণীকে নির্যাতনের ভয়াবহ ভিডিওটি। পরে তার হাত হয়েই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরই মধ্যে কাজলকে খুঁজে পেয়েছে ঢাকা মহানগর পুলিশের হাতিরঝিল থানা পুলিশ। বুধবার সেখানে তার সঙ্গে কথা বলার সুযোগ পায় সমকাল। এ সময় অকপটে তিনি তুলে ধরেন প্রতারিত হয়ে পাচার ও পাচার-পরবর্তী রোমহর্ষক ঘটনা।

কাজল বলেন, 'হৃদয়ের চক্রে পড়ে নানা হাত ঘুরে বেঙ্গালুরু পর্যন্ত পৌঁছাই চলতি বছরের ১৯ মার্চ। এক মাস ১৮ দিন ভারতের নানা শহরের হোটেলে থাকতে হয়েছিল। কাজের কথা বলে বেঙ্গালুরুর বাসা থেকে নানা হোটেলে নেওয়া হয়। এমন কাজ করানো হয়, যা ভাষায় বর্ণনা করা কঠিন। শরীর নিস্তেজ হয়ে পড়লেও ভয়াবহ সেই নিপীড়ন চলতে থাকত। মনে হতো, এই জীবন এখনই শেষ করে দিই।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন