কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চঞ্চল চৌধুরীর ‘হিন্দু মা’ ও সাম্প্রদায়িক মন

জাগো নিউজ ২৪ শান্তনু চৌধুরী প্রকাশিত: ১২ মে ২০২১, ০৯:৫০

শক্তিমান অভিনেতা চঞ্চল চৌধুরীর মা দিবসের ছবি দেয়াকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। তার কারণ তিনি হিন্দু সম্প্রদায়ের, সেটা অনেকেই হয়তো জানতেন না, মায়ের সিঁথিতে সিঁদুর দেখে হয়তো আঁতকে উঠেছেন, এতো ভালো অভিনেতা কী করে হিন্দু হলেন! কতোটা কূপমণ্ডুকতা আর জাত্যাভিমান থাকলে সেটা হতে পারে। শেষ পর্যন্ত চঞ্চল চৌধুরী এসব কুরুচিপূর্ণ আক্রমণের জবাবে বাধ্য হয়ে পিন কমেন্ট দিয়ে লিখেছেন, ‘ভ্রাতা ও ভগ্নিগণ, আমি হিন্দু নাকি মুসলমান তাতে আপনাদের লাভ বা ক্ষতি কি? সকলেরই সবচেয়ে বড় পরিচয় মানুষ। ধর্ম নিয়ে এসকল রুচিহীন প্রশ্ন ও বিব্রতকর আলোচনা সকল ক্ষেত্রে বন্ধ হোক। আসুন সবাই মানুষ হই’। আসলেই কি মানুষ হওয়া সহজ ব্যাপার। বাউল শাহ আবদুল করিমের সেই গানটির কথা মনে পড়ে গেল, ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’। সত্যিই কি আগে সুন্দর দিন কাটাতাম। এক কথায় এর উত্তর দেয়া বেশ কঠিন। কারণ পক্ষে বিপক্ষে নানা যুক্তি এসে হাজির হবে। তবে একথা কে না জানে, মানুষের জন্মের জন্যতো আর তিনি দায়ী নন। তাইতো বলা হয়, জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। আমাদের শৈশবটা সে অর্থে হিন্দু মুসলমান আমরা আলাদা করতে পারিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও