কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কামরাঙ্গীরচরে দুস্থ পাঁচশ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ

এনটিভি কামরাঙ্গী চর থানা প্রকাশিত: ০১ মে ২০২১, ১৫:০৫

আসন্ন ঈদ ও মহামারি করোনার বিধিনিষেধ পরিস্থিতিতে কর্মহীন দুস্থ পরিবারের মধ্যে ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট  কামরুল ইসলামের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। আজ শনিবার পুরান ঢাকার কামরাঙ্গীরচরের ৫৭ নম্বর ওয়ার্ডের আস্রাফাবাদ স্কুল মাঠে প্রায় ৫০০ পরিবারের প্রত্যেককে তিন হাজার টাকা দেওয়া হয়।ঢাকা দক্ষিণ সিটির ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজি সাইদুল ইসলাম মাদবরের আয়োজনে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট  কামরুল ইসলাম।


বিতরণকালে ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজি সাইদুল ইসলাম মাদবর বলেন, ‘আমরা কামরাঙ্গীরচরের ৫৭ নম্বর ওয়ার্ডে এরই মধ্যে ৫০০ অসহায় দুস্থ পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছি। এ আর্থিক সহায়তা শতভাগ সততা ও স্বচ্ছতার সঙ্গে সঠিক লোকের মধ্যে যথাযথভাবে বিতরণ করতে পেরে আমি আনন্দিত।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও