কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এই কি ত্রাণ প্রতিমন্ত্রীর ‘মানবিক সহায়তা’!

প্রথম আলো সোহরাব হাসান প্রকাশিত: ০১ মে ২০২১, ০৭:৩৬

প্রথমেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমানকে খাস দিলে ধন্যবাদ জানাই যে তিনি খাদ্যসংকটে থাকা মানুষগুলোর কথা চিন্তা করেছেন। যে দেশে সবাই তেলা মাথায় তেল দিতে অভ্যস্ত, সে দেশে অভুক্ত, নিরন্ন মানুষের কথা তিনি ভেবেছেন এবং সংবাদ সম্মেলন করে দেশবাসীকে জানিয়েও দিয়েছেন।


প্রতিমন্ত্রী মহোদয় আমাদের সুখবর দিয়েছেন, ‘কেউ খাদ্যকষ্টে থাকলে ৩৩৩ নম্বরে ফোন করলে তাঁকে তালিকাভুক্ত করে খাদ্য সহায়তা দেওয়া হবে। কাউন্সিলরদের বলেছি, যে যেখানে থাকুন না কেন খাদ্যকষ্টে থাকলে তাঁকে এনআইডির ভিত্তিতে খাদ্যসহায়তা দিতে হবে।’


ইতিমধ্যে ৯৯৯ টেলিফোন নম্বরটি বেশ পরিচিতি পেয়েছে। যেকোনো নাগরিক বিপদে পড়লে ৯৯৯ নম্বরে ফোন করে প্রতিকার চাইতে পারেন। টেলিফোন পেলে ৯৯৯-এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা  প্রয়োজন অনুযায়ী ফায়ার সার্ভিস, পুলিশ বা অ্যাম্বুলেন্স সেবা প্রদানকারীর সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। অনেক ক্ষেত্রে প্রতিকারও মিলেছে।


ত্রাণ প্রতিমন্ত্রী ৩৩৩ নম্বরে টেলিফোন করলে ওয়ার্ড কাউন্সিলররা খাদ্য পৌঁছে দেবেন বলে জানিয়েছেন। আমাদের ওয়ার্ড কাউন্সিলররা কত ব্যস্ত, তা কি তিনি জানেন?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও