কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ভুল করার সুযোগ নেই

করোনা ছাড়া গত এক বছরে আর কোনো বিষয় আলোচনায় তেমন গুরুত্ব পায়নি। অপরিচিত এই জীবাণু মানবজাতির এতদিনের অর্জিত জ্ঞানবিজ্ঞানকে বুড়ো আঙুল দেখিয়ে সংহার করে চলেছে একের পর এক প্রাণ। পৃথিবীর কারোরই কল্পনাতেও ছিল না যে, এমন এক অসহনীয় পরিস্থিতির মুখোমুখি হতে হবে। পৃথিবীর সব মানুষ এখন একই সমস্যায় আক্রান্ত, একই আতঙ্কে দিশেহারা, একই অনিশ্চয়তায় বিষণ্ন।

বিপর্যয় হিসেবে কোভিড-১৯ নতুন। আমরা এখনো এই বিপর্যয়কে পুরোপুরি বুঝে উঠতে পারিনি। বুঝে উঠতে যে আরো সময় লাগবে, সেটা বুঝতে পারছি। শুরুতে এর কোনো চিকিত্সা ছিল না, ছিল না কোনো প্রতিষেধক। বেশ কিছু দেশে বিজ্ঞানীরা গবেষণাগারে নিমগ্ন থেকে প্রতিষেধক টিকা আবিষ্কারে সফল হলেও তা এখনো করোনার গতি রোধ করতে পারেনি।

ইতিহাস থেকে আমরা একটা বিষয় জেনেছি, যুদ্ধ বা মহামারির মতো বিপর্যয়ে বহু দেশেরই অর্থনৈতিক গতিপথ সম্পূর্ণ পালটে যেতে পারে। এতদিন যারা জিতেছিল, তারা চলে যেতে পারে পরাজিতের কাতারে। আবার যারা পিছিয়ে ছিল, তারা হয়ে উঠতে পারে নতুন বিজয়ী। এ ক্ষেত্রে কে কীভাবে সেই পরিস্থিতি নিজেদের আয়ত্তে নিতে পারে, তার ওপরই নির্ভর করবে এর সফলতা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন