কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ধর্ম ব্যবসায়ী হেফাজত নেতাদের ছাড় দেওয়া চলবে না

হেফাজতে ইসলামের বহুল আলোচিত-সমালোচিত নেতা মামুনুল হককে মোহাম্মদপুরের একটি মাদ্রাসা থেকে ১৮ এপ্রিল দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। গত কয়দিনে ৯ জন কেন্দ্রীয় নেতাসহ ৪৬৯ জন হেফাজত নেতাকর্মীকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আরও ৩৫ জন কেন্দ্রীয় নেতা নজরদারিতে আছেন বলেও জানা গেছে। দেশের গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক-প্রগতিশীল মহল থেকে সহিংসতার সঙ্গে জড়িত মামুনুল হকসহ হেফাজতের অন্য নেতাদের আইনের আওতায় আনার দাবি বেশ কিছুদিন ধরেই করা হচ্ছে। হেফাজতে ইসলামের একজন শীর্ষস্থানীয় নেতা হিসেবে মামুনুল হক নানা উপলক্ষে তিনি বিভিন্ন অনুষ্ঠানে উস্কানি ও বিদ্বেষমূলক বক্তৃতা দেশের মধ্যে বিভেদ ও অস্থিরতা তৈরির পাঁয়তারা করছেন।

ঢাকার এক সমাবেশে তিনি এবং হেফাজতের অন্য শীর্ষ নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে চুরমার করার প্রকাশ্য ঘোষণা দেওয়ার পর দেশের কয়েকটি স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্য ভাঙচুর হয়েছে। সরকার তখনই এই সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নিলে অন্তত কয়েকটি অঘটন থেকে দেশ রক্ষা পেতো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন