কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


দ্বিতীয় ঢেউয়ের দায় কার?

পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের জনগণও কোভিড-১৯ এর সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতায় ভয় পেতে শুরু করেছে। শীতকালে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা থাকলেও এই ভয়াবহ ভাইরাসের সংক্রমণ যথেষ্ট নিয়ন্ত্রণে ছিল। ফলে, জনগণের মধ্যে সুরক্ষা নির্দেশিকাগুলো মেনে চলার ক্ষেত্রে অনীহা দেখা দেয়। আমরা প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা না নিয়ে লোকজনকে অবাধে ঘরের বাইরে ঘুরতে দেখেছি এবং হাজার হাজার মানুষকে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে দেখেছি। দেখে মনে হয়েছে এরা গত কয়েক মাস ধরে বাড়িতে থাকতে থাকতে হতাশ হয়ে পড়েছেন। সুতরাং, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় তারা জীবন উপভোগ করতে শুরু করেছে।

সংক্রমণের নিম্নহারের পাশাপাশি টিকা গ্রহণের সুযোগ জনগণকে কোভিড-১৯ মহামারি থেকে রক্ষা পাওয়ার সুরক্ষা সর্তকতা অনুসরণ করতে দ্বিধাগ্রস্ত করে ফেলেছে। এক শ্রেণির শিক্ষিত জনগণ যারা কোভিড-১৯ প্রটোকল কঠোরভাবে অনুসরণ করতেন, তারাও ভ্যাকসিন গ্রহণের পর থেকে সুরক্ষার সর্তকতা অনুসরণ করার ক্ষেত্রে অনীহা প্রদর্শন করেছেন। ফলে, প্রথম ডোজ ভ্যাকসিন নেওয়ার পরে অনেকেই সংক্রমিত হয়েছেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয়টি হলো করোনাভাইরাসের নতুন স্ট্রেন (যেটি দক্ষিণ আফ্রিকায় প্রথম চিহ্নিত হয়েছিল) দেশে সংক্রমণের হারকে অবিশ্বাস্য তীব্রতায় বৃদ্ধি করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন