কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


নানা অভিযোগ ছিল শুরু থেকেই

বাঁশখালী বিদ্যুৎকেন্দ্র নিয়ে সংঘাত লেগেই আছে। কেন্দ্রটি নিয়ে এলাকাবাসী ও সচেতন মহলের নানা অভিযোগ ছিল শুরু থেকেই। জানা গেছে, কেন্দ্রটি বাস্তবায়নের যে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল সে সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়নি।

জমি অধিগ্রহণ থেকে শুরু করে অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণও দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। ২০১৬ সালে প্রকল্পের জন্য জমি অধিগ্রহণকে কেন্দ্র করে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে চার জন গ্রামবাসী নিহত হন। এসময় আহত হয়েছিলেন শতাধিক মানুষ। এর পরের বছর একই কাজে বাধা দিতে গেলে আরও একজনের প্রাণহানি হয়। সর্বশেষ গতকাল শনিবার বেতনভাতা এবং কাজের পরিবেশ নিয়ে প্রকল্প এলাকায় শ্রমিকদের আন্দোলনে পুলিশ গুলি চালালে পাঁচজন নিহত হয়, আহত হয় আরও অন্তত ৫০ জন। এ নিয়ে এ প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে এখনো পর্যন্ত মারা গেলেন ১০ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন