কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


যিশুর পুনরুত্থানের গুরুত্ব

মৃত্যু থেকে যিশু খ্রিষ্টের পুনরুত্থান এক অলৌকিক ও অনুপম ঘটনা। খ্রিষ্টীয় ধর্মবিশ্বাস এই ঘটনার ওপরই দাঁড়িয়ে আছে। খ্রিষ্টধর্মের শ্রেষ্ঠ ব্যাখ্যাকার সাধু পৌলের কথায় 'খ্রিষ্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন, তাহা হইলে তো আমাদের প্রচারও বৃথা, তোমাদের বিশ্বাসও বৃথা। আবার আমরা যে ঈশ্বরের সম্বন্ধে মিথ্যা সাক্ষী, ইহাই প্রকাশ পাইতেছে; কারণ আমরা ঈশ্বরের বিষয়েই সাক্ষ্য দিয়াছি যে, তিনি খ্রিষ্টকে উত্থাপন করিয়াছেন ... আর খ্রিষ্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন, তাহা হইলে তোমাদের বিশ্বাস অলীক, এখনও তোমরা আপন আপন পাপে রহিয়াছ' (১ করিন্থীয় ১৫ : ১৩-১৭)। ঈশ্বর তার পুত্র খ্রিষ্টকে মৃত্যু থেকে পুনরুত্থিত করেছেন। পবিত্র বাইবেলে ঈশ্বরের নৈতিক দুটি গুণের বিশেষ উল্লেখ আছে, একটি হলো তিনি ন্যায়বান, অন্যটি তিনি প্রেমময়। ঈশ্বর ন্যায়বান, তিনি অন্যায় করেন না- তিনি পবিত্র ও ধার্মিক। পাপের দণ্ড তিনি অবশ্যই দেবেন। পাপী মানুষ যদি অনুতপ্ত হয়ে তার প্রতি নম্রতায় ফিরে আসে তার ইচ্ছাকে মাথা পেতে গ্রহণ করে, তাহলে তিনি তাকে ক্ষমা করে তাকে তার অনুগ্রহ দান করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন