কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

বিডি নিউজ ২৪ নিউজিল্যান্ড প্রকাশিত: ২৬ মার্চ ২০২১, ০৯:২৪

বড় রান তাড়ায় যেমন শুরু কাম্য এর উল্টোটা পেয়েছে বাংলাদেশ। পাওয়ার প্লেতে হারিয়েছে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে। ম্যাট হেনরির বোলিংয়ের জবাব যেন খুঁজে পাচ্ছেন না সফরকারীরা।

এই প্রতিবেদন লেখার সময় ১০ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের স্কোর ৩২/৩। মোহাম্মদ মিঠুন ২ ও মুশফিকুর রহিম ১ রানে ব্যাট করছেন।

কনওয়ে-মিচেলের সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য
শুরু থেকে শেষ পর্যন্ত ভুগিয়েছে ফিল্ডিং। হাতছাড়া হয়েছে ক্যাচ আর রান আউটের অনেক সুযোগ। তবুও রুবেল হোসেন ও তাসকিন আহমেদের হাত ধরে শুরুটা ভালো হয়েছিল। কিন্তু সেটা ধরে রাখা যায়নি। সুযোগ দুই হাতে কাজে লাগিয়েছেন ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেল। তাদের দুর্দান্ত দুই সেঞ্চুরিতে বাংলাদেশকে বড় লক্ষ্য দিয়েছে নিউ জিল্যান্ড।

তিন ম্যাচে তামিম ৯২, সৌম্য ৩৩
ওয়ানডে সিরিজ শুরুর আগেই জানিয়ে দিয়েছেন, কুড়ি ওভারের তিন ম্যাচ খেলবেন না তিনি। ফলে যা করার ওয়ানডে সিরিজেই করতে হতো বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবালকে। দ্বিতীয় ম্যাচে ৭৮ রানের ইনিংস খেলে ছন্দে থাকার আভাসই দিয়েছিলেন তিনি। কিন্তু শেষটা হলো না ভালো।

রুবেল-তাসকিনের দারুণ বোলিং
শুরু থেকেই ভোগাচ্ছে ফিল্ডিং। হাতছাড়া হয়েছে দুটি ক্যাচ। কাজে লাগানো যায়নি রান আউটের দুটি সুযোগ। তবুও রুবেল হোসেন ও তাসকিন আহমেদের দারুণ বোলিংয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও