কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ধীরগতিতে চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

চলমান করোনা পরিস্থিতি এবং জনবল সংকটের মুখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রতিষ্ঠার প্রায় ১১ বছর অতিবাহিত হতে চললেও অনেকটা খুঁড়িয়ে চলছে অভিযুক্তদের বিচার কার্যক্রম। ফলে বিলম্বিত হচ্ছে প্রায় ৫০ বছর আগে ঘটে যাওয়া ঘটনার বিচার প্রক্রিয়ায়। আর বিচার পাওয়া নিয়ে বিচারপ্রার্থীদেরও অপেক্ষা দিন দিন দীর্ঘ হতে শুরু করছে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই দিনে ট্রাইব্যুনালের জন্য নিজস্ব প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থাকে যুক্ত করা হয়। তিন বিচারপতির নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ চলতে শুরু করে দেশের ঘৃণ্যতম অপরাধীদের বিচারকার্য। পরে চলমান বিচার প্রক্রিয়াকে আরও গতিশীল করতে ২০১২ সালের ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ গঠন করা হয়। যা ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর নিষ্ক্রিয় করে ট্রাইব্যুনাল-১ পুনর্গঠিত হয়। এরপর থেকে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় নেমে আসে ধীরগতি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন