কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মুশতাকের মৃত্যু ও ডিজিটাল নিরাপত্তা আইন

বাংলাদেশের পত্রিকাগুলো লেখক মুশতাকের খবরে গত ২৭ ফেব্রুয়ারি ভর্তি ছিল। মূল খবর ছিল মুশতাকের গ্রেফতারের বিরুদ্ধে। তথাকথিত ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে। এই আইনের সমালোচনা বহুদিন থেকেই চলে আসছে। আবার এর প্রয়োগও চলছে সমানতালে। আইনের সর্বশেষ ও মর্মান্তিক শিকার লেখক মুশতাক। তাকে শুধু গ্রেফতার করাই হলো না, প্রায় এক বছর ঐ আইনে শুধু আটকই রাখা হলো না, তার মৃত্যুও ঘটল ঐ আটকের পরিণতিতে আটকাবস্থায়ই। মুশতাকের চিকিৎসা হয়েছে উপযুক্তভাবে- সরকার এমন দাবি করলেও তা সত্যের অপলাপ মাত্র। মৃত্যুর পরে তাকে বাইরের হাসপাতালে নেয়া হয় উন্নত চিকিৎসার জন্য। এ এক মর্মান্তিক পরিহাস একজন লেখকের জীবন নিয়ে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন