কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সারাহ এভারার্ডের শোকসভায় লন্ডন পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা

লন্ডনে সারাহ এভারার্ড হত্যার প্রতিবাদ এবং নারীর নিরাপদ চলাফেরা নিশ্চিত করার দাবিতে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি বন্ধ করতে পুলিশের ভূমিকা যুক্তরাজ্যজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে। পুলিশের এমন ভূমিকাকে ‘অসম্মানজনক’ হিসেবে বর্ণনা করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা স্যার এড ডেভি লন্ডনের পুলিশ কমিশনার ড্যাম ক্রেসিডা ডিককে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল এ বিষয়ে পুলিশের কাছে প্রতিবেদন তলব করেছেন। লেবার পার্টির প্রধান কিয়ের স্টারমার এই দৃশ্যপটকে বর্ণনা করেছেন ‘খুবই মর্মান্তিক’ হিসেবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, লন্ডনে ৩ মার্চ সন্ধ্যায় বাড়ি ফেরার পথে নিখোঁজ হন ৩৩ বছর বয়সী সারাহ এভারার্ড । এরপরই তার খোঁজে শহরের বিভিন্ন স্থানে পোস্টার সাঁটানো হয়। গত বুধবার লন্ডনের ৮০ কিলোমিটার দক্ষিণপূর্বে একটি জংলা জায়গা থেকে এভারার্ডের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপরই এভারার্ডকে হত্যার অভিযোগে ওয়েইন কোজেনস নামের এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন