কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সেতু বানাক, সেতু ভাঙুক—আমাদের কী আসে যায়!

জীবন মানেই নাকি ভাঙাগড়ার খেলা। নদীর চরিত্রও সে রকম বলেই আমরা জানি। নদী বা মানুষের এই ভাঙাগড়ার জীবনের সঙ্গে আমাদের দেশের ‘উন্নয়ন’-এর বড় বেশি মিল খুঁজে পাওয়া যাচ্ছে। সাধারণভাবে আমরা জানি উন্নয়ন মানে গড়া, কিন্তু আমাদের দেশে এর সঙ্গে ভাঙারও সম্পর্ক আছে। কিছু না ভেঙে আমরা উন্নয়ন করতে পারি না। সমস্যা হয় তখনই, যখন ‘উন্নয়ন’ করতে হবে কিন্তু ভাঙার কিছু নেই। ফলে ভাঙার জন্যই কিছু গড়তে হয়! তা না হলে উন্নয়ন ঠেকে যাবে যে! ঢাকার চারপাশের নদীতে ১৬টি সেতু এমনভাবে বানানো হয়েছে যেগুলোর নিচ দিয়ে নৌযান চলাচল করতে পারে না। বিশেষ করে বর্ষার সময়। ঢাকার আয়তনের তুলনায় যে রাস্তা থাকার কথা, তা নেই। রাস্তার ওপর চাপ কমাতে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেটা সফল হচ্ছে না, কারণ এই সেতুগুলোর কারণে নৌযান চলতে পারে না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে, এই সেতুগুলো ভেঙে আবার নতুন সেতু হবে। এতে ক্ষতির পরিমাণ কত? ১৬০০ কোটি টাকা মাত্র! স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশ হলাম বলে, এই অর্থের ক্ষতি কি এখন আমাদের গায়ে লাগা উচিত?
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন