কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ধুলোর রাজ্য সিরাজদিখান

ধুলোর রাজ্যে পরিণত হয়ে উঠেছে মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলা। আকাশে-বাতাসে যেন শুধু ধুলো উড়ছে। উপজেলার ফসলি জমির মাটি কেটে তা মাহেন্দ্রতে করে উন্মুক্তভাবে বহন করা হচ্ছে। আবার সর্বত্র চলছে খুঁড়াখুঁড়ির কাজ। এই দুইয়ে মিলে জেলার সিরাজদিখান উপজেলার ১৪টি ইউপির সর্বত্র ধুলো ছড়াচ্ছে বাতাসের সঙ্গে। এতে উপজেলার হাজার হাজার মানুষ বর্তমানে শ্বাসকষ্ট, ফুসফুসের ক্যান্সার, হাঁপানি ও যক্ষ্মাসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ছে। ঋতু পরিবর্তনের সঙ্গে বসন্তের বাতাসে উড়ে আসা ধুলোবালির কবলে পড়ছেন মানুষজন। আর এ থেকে রক্ষা পেতে খুব কম সংখ্যক মানুষই মাস্ক ব্যবহার করছেন। আর বেশির ভাগই অসচেতনায় ধুলোবালির সঙ্গে যুদ্ধ করেই জীবনযাপন করে যাচ্ছেন। ফলে শ্বাসকষ্ঠসহ চুলকানি, হাঁপানি ও যক্ষ্মার মতো নানা জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন