কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাঙালির ইংরেজিয়ানা

প্রথম আলো সারফুদ্দিন আহমেদ প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩০

‘টু-লেট: চেমি পাকা, ডাবল ও চিগেল ফেমিলি’, ‘ভাই ভাই ভাতের হোটেল অ্যান্ড মোরগ পোলাও রেষ্ঠুরেন্ড’—এই ধরনের সাইনবোর্ড ও বিজ্ঞাপনী পোস্টারে অলিগলির দেয়াল যখন সয়লাব, তখন বুঝতে বাকি থাকে না বাংলা ভাষার পিঠ দেয়ালে ঠেকে গেছে। চিপাচাপা গলিতে লটকানো টিনের সাইনবোর্ডে ভুলভাল ইংরেজি কথা লেখা থাকে বাংলা অক্ষরে। আর গুলশান–বনানীর আলিশান ভবনের ডিজিটাল সাইনবোর্ডে ইংরেজি কথার পাশে যদি কোনো বাংলা নাম থাকেও সেটা বাংলা হরফে থাকে না। থাকে রোমান হরফে।

করোনাভাইরাসেরও টিকা পাওয়া গেছে, কিন্তু এই সব টাল্টুবাল্টু ইংরেজিয়ানার খোসপাঁচড়া থেকে বাংলা ভাষার ছালচামড়া বাঁচানোর প্রতিষেধক এখনো মেলেনি। গোটা সমাজের গা-গতরে গুটিবসন্তের মতো অহেতুক ইংরেজিয়ানা আরোপের রোগলক্ষণ ফুটে উঠছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও