কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ব্রহ্মপুত্রে চীনের বিশ্বের বৃহত্তম বাঁধের খবর কে রাখছে?

বাংলাদেশে তেমন খবর হয়নি, তবে ভারতে সমালোচনা হচ্ছে, আন্তর্জাতিক গণমাধ্যমের নজরেও এসেছে। এই প্রথম অভিন্ন নদী নিয়ে বাংলাদেশ ও ভারতের স্বার্থ এক কাতারে দাঁড়াতে যাচ্ছে। ঘটনার কেন্দ্রে রয়েছে পৃথিবীর উচ্চতম নদী ইয়ারলাং জাংবো (Yarlung Zangbo)। হিমালয় দুহিতা এই নদীটি চীনের তিব্বত থেকে নেমে ভারতের অরুণাচল ও আসাম প্রদেশ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তিব্বতে এর নাম সাংপো, অরুণাচলে সিয়ং এবং আসাম ও বাংলাদেশে এর নাম হয়েছে ব্রহ্মপুত্র।কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে গোয়ালন্দের কাছে এটি পদ্মায় মিলেছে। কুড়িগ্রামের চিলমারীতে তিস্তা নদী এসে পড়েছে ব্রহ্মপুত্রে। নিম্ন-ব্রহ্মপুত্রই আবার যমুনা নাম নিয়ে দক্ষিণ দিকে ছুটেছে। ব্রহ্মপুত্র-যমুনার রয়েছে চারটি প্রধান উপনদী: দুধকুমার, ধরলা, তিস্তা এবং করতোয়া—আত্রাই নদ প্রণালি। সাংপো-ব্রহ্মপুত্র-যমুনা পৃথিবীর দীর্ঘতম এক নদী। পদ্মা ও মেঘনার চেয়ে এর শক্তি ও জলধারা অনেক বেশি। ব্রহ্মপুত্র ও পদ্মার সঙ্গমস্থলেই বিশ্বের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন অবস্থিত। ব্রহ্মপুত্র তাই বাংলাদেশের প্রধান তিনটি নদীব্যবস্থার প্রাণ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন