কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তুরস্কের ছেলে ‘ফাইজার’ ও ‘অ–সত্যাগ্রহ’ আন্দোলন

প্রথম আলো সারফুদ্দিন আহমেদ প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২১, ০৮:৩০

‘একটা শিশু, এই যে ফাইজার, তুরস্কের ছেলে। মুসলিম ছেলে, করোনা ভাইরাসের একমাত্র সফল ভ্যাকসিন...আলহামদুলিল্লাহ...তুরস্কের ফাইজার নামক যে ছেলেটা, সে আবিষ্কার করেছে। কিন্তু আপনারা জানেন না, কারণ এটা প্রচার হবে না। এটা যদি কোনো খ্রিষ্টান আবিষ্কার করত তাহলে আজকে জনে জনে সবাই তার নাম জানত। সবাই শুনতেন যে খ্রিষ্টান অমুক যুবক...সে ভ্যাকসিন আবিস্কার করেছে।’

এই জবরদস্ত হেকমতওয়ালা কথা যিনি বলেছেন, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ধর্মীয় একজন বক্তা। তাঁর বক্তব্যের ভিডিওচিত্র ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। ফাইজার নামের এই শিশু বিজ্ঞানীর বাড়ি তুরস্কের কোন শহরে, সে কোন গবেষণা প্রতিষ্ঠানে কাজ করে এবং তার খবর এই ভদ্রলোকের কাছে কীভাবে এল তা তিনি বলেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও