কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


কাদের মির্জার ‘সত্যকথন' এবং আওয়ামী লীগের রাজনীতি

নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল কাদের মির্জা। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। নির্বাচনের ফলাফল কি হবে তা আগাম না বলাই ভালো। তবে কাদের মির্জা এখন একটি আলোচিত নাম। সংবাদপত্রে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জায়গা করে নিয়েছেন। তার প্রশংসা শোনা যাচ্ছে রাজনীতিতে আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ বিএনপি নেতাদের মুখেও। হঠাৎ করে একটি পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন কেন? বলা হচ্ছে, তিনি এমন কিছু সত্য কথা বলেছেন, যা সরকার , সরকারি দল এবং প্রশাসনের চরিত্র উদোম করে দিয়েছে। তার সত্য বচনগুলোও এখন আর রাজনীতি সচেতন কারো অজানা নেই। তিনি প্রথমে বলেছিলেন, সুষ্ঠু নির্বাচন হলে বৃহত্তর নোয়াখালীতে আওয়ামী লীগ ৩/৪ টি আসন পাবে। বাকি আসনগুলোতে হেরে যাবে এবং তারা পালানোর পথ খুঁজে পাবে না। তার বক্তব্য নানা কারণে অনেকের মনোযোগ আকর্ষণ করে এবং তিনি রাতারাতি ‘হিরো' বনে যান তার কথায় এটা স্পষ্ট যে, বর্তমানে দেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না বা হওয়ার সম্ভাবনা কম। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের অনেকেই পালানোর পথ খুঁজে পাবে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন