কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সখীপুরে ৪০ দিনের কর্মসূচি ৩০ দিনেই শেষ

টাঙ্গাইলের সখীপুরে কর্মসৃজন প্রকল্পের ৪০ দিনের কর্মসূচি মাত্র ৩০ দিন পর স্থগিত করা হয়েছে। গত বছরের ৩১ ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় এ কর্মসূচি স্থগিত করা হয়। ফলে ওই কর্মসূচির ১০ দিনের প্রায় ৪০ লাখ টাকা ফেরত যাচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এরশাদুল আলম আজ সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা পিআইও কার্যালয় সূত্র জানায়, উপজেলার কর্মসৃজন প্রকল্পের (৪০ দিনের কর্মসূচি) আওতায় ২০২০-২১ অর্থবছরে ৮টি ইউনিয়নে ৩৬টি প্রকল্পে ১ কোটি ৩৬ লাখ ৬৪ হাজার টাকা বরাদ্দ হয়। গত ২১ নভেম্বর থেকে একযোগে উপজেলার ৮টি ইউনিয়নের গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ ও সংস্কারকাজ শুরু হয়। ১ হাজার ৭০৮ জন শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে কাজ শুরু করেন। সপ্তাহে শনি থেকে বুধবার পর্যন্ত পাঁচ দিন কাজ করার নিয়ম ছিল। গত ৩১ ডিসেম্বর এ প্রকল্পের মেয়াদ শেষ হয়। এ অবস্থায় ৪০ দিনের কর্মসূচি মাত্র ৩০ দিন হওয়ার পরই শেষ করা হয়। কর্মসূচি চলাকালীন অবস্থায় হঠাৎ কাজ বন্ধ হওয়ায় শ্রমিকদের মধ্যে হতাশা নেমে আসে। এ ছাড়া অনেক গ্রামীণ কাঁচা সড়ক সংস্কারের আগেই কাজ বন্ধ হওয়ায় স্থানীয় ইউপি সদস্যরাও এলাকায় নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন