কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ভার্চুয়াল বক্তৃতা মোদীর

অমিত শাহ বোলপুরে ‘রোড শো’ করে সবে ফিরেছেন। তার রেশ কাটতে না কাটতেই, ২৪ ডিসেম্বর বিশ্বভারতীর শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ভার্চুয়াল মাধ্যমে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর আচার্য ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ২৪ ডিসেম্বর বেলা ১১টায় বিশ্বভারতীর শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে বক্তৃতা দেবেন। রাজ্যপাল জগদীপ ধনখড় ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক অনুষ্ঠানে যোগ দেবেন। সাম্প্রতিক অতীতে একাধিক বক্তৃতায় প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুর-সহ বাংলার মনীষীদের স্মরণ করেছেন। তাঁদের উদ্ধৃত করেছেন। রাজনীতিকরা মনে করছেন, বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে, ততই বিজেপি-র শীর্ষ নেতারা বাংলার সঙ্গে তাঁদের আত্মিক যোগাযোগ প্রমাণ করতে চাইছেন। সেই দিক থেকে বিশ্বভারতীতে প্রধানমন্ত্রীর বক্তৃতাও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ২০১৮-তেও প্রধানমন্ত্রী বিশ্বভারতীর সমাবর্তনে যোগ দিয়েছেন। আম্রকুঞ্জের সেই অনুষ্ঠানের মঞ্চে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন