কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


স্ব-মহিমায় উদ্ভাসিত চট্টগ্রাম বন্দর: নৌ প্রতিমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা দিন দিন বাড়ছে। প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বন্দর স্ব-মহিমায় উদ্ভাসিত হচ্ছে। আমাদের পোর্ট লিমিট বাড়ানো হয়েছে। বিশ্বের সেরা ১০০ কনটেইনার বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরকে ৫৮ থেকে ৩০ এ আনার লক্ষ্যে কাজ করছি। তাই অদক্ষ কাউকে বন্দরের দায়িত্ব দিতে চান না বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ রবিবার বেলা ২টায় শহীদ ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে চট্টগ্রাম বন্দরের উপদেষ্টা কমিটির ১৪তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, দেশকে নেতৃত্ব দিচ্ছে। চাকরির ক্ষেত্রে বন্দর, নদী, সমুদ্র কেন্দ্রিক প্রতিষ্ঠানে উপকূলীয় জনগোষ্ঠীকে প্রাধান্য দেবে। কিন্তু বিনা অভিজ্ঞতায় চাকরি হবে না। দক্ষতার পরিচয় দিতে হবে। অদক্ষ মানুষকে চট্টগ্রাম বন্দরের দায়িত্ব দিতে চাই না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন