কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশের অর্থনৈতিক বিজয়ের নতুন দরজা পদ্মা সেতু

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৪৯ বছর পূর্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমরা বিগত বছরের অনেক অর্জনের জন্য গর্ববোধ করতে পারি। আবার অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ না হওয়ায় কিছু আফসোস হয়তো আছে। কিন্তু এই ৪৯ বছরে আমাদের অন্যতম প্রধান অর্জন আমাদের এগিয়ে যাওয়ার মনোবল। আর এই আত্মবিশ্বাসের স্পষ্ট প্রতিফলন বাংলাদেশের নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ। সত্তরের দশকের শুরুতে এদেশে শতকরা ৮০ ভাগ মানুষ ছিল দরিদ্র, বৈদেশিক সাহায্য নির্ভরশীল যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পরিচিতি হয়েছিল তলাবিহীন ঝুড়ি হিসেবে। সেই বাংলাদেশ দারিদ্র্যের হার নামিয়ে এনেছে শতকরা ২০ ভাগে। ১৯৯২ সালেও যেখানে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল মাত্র ২২০ মার্কিন ডলার আজ তা উন্নীত হয়েছে ২০৬৪ ডলারে। সত্তরের দশকের গড়ে তিনভাগ জিডিপির প্রবৃদ্ধি বর্তমান দশকে প্রায় সাত শতাংশ করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন