কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


পিএসজি থেকে ডাকাডাকি চলছে মেসির

নেইমারের পর এবার লিয়ান্দ্রো পারেদেস। দুজনের কথা শুনলে পিএসজি–ভক্তদের আনন্দে আটখানা হওয়াই স্বাভাবিক। হাজার হোক, দাবিটা তো লিওনেল মেসির পিএসজিতে যোগ দেওয়ার। নেইমার আরও একবার খেলতে চান মেসির পাশে। ব্রাজিলিয়ান তারকার ক্লাব সতীর্থ পারেদেস তো মেসিরই স্বদেশি। তাঁরও না চাওয়ার কোনো কারণ নেই। এখন প্রশ্ন হলো, মেসি নিজে কী চান? উত্তরটা এখন মিলবে না। থাকতে হবে সঠিক সময়ের অপেক্ষায়। মেসি এখনো বার্সেলোনার। অন্তত এ মৌসুমের শেষ পর্যন্ত। এরপর মেসি চাইলে ও পিএসজির সঙ্গে দেনদরবারে ব্যাটে-বলে মিললে হয়তো নেইমার-পারেদেসদের মনের আশা পূরণ হতে পারে। কিন্তু এর আগ পর্যন্ত পুরো বিষয়টাই স্রেফ সম্ভাবনা। তবে এই সম্ভাবনাও কিন্তু কম নয়! স্পষ্টতই বার্সায় সাম্প্রতিক সময়ে অন্তত মানসিকভাবে তেমন ভালো নেই মেসি। গত আগস্টে তিনি বার্সা ছাড়ার ইচ্ছা প্রকাশের পর পিছু পিছু ঘুরেছে পিএসজি ও ম্যানচেস্টার সিটি। মেসি সিদ্ধান্ত পাল্টালেও পিএসজির ঝোপ বুঝে কোপ মারার সময় কিন্তু ফুরায়নি। ফরাসি ক্লাবটি শেষ পর্যন্ত কী করে, তা হয়তো বোঝা যাবে মৌসুম শেষে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন