কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


জেলখানা! জোড়া তোপ ওমর ও মুফতির

সুরক্ষার নামে কাশ্মীরকে জেলখানা বানানোর চেষ্টা করছে নরেন্দ্র মোদী সরকার। শনিবার দু’টি ভিন্ন বয়ানে একই অভিযোগ তুললেন উপত্যকার একদা যুযুধান দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতি। দু’জনেই বর্তমানে উপত্যকায় বিজেপি-বিরোধী গুপকর জোটের গুরুত্বপূর্ণ সদস্য। জম্মু-কাশ্মীরের নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে ওমরের অভিযোগ, উপত্যকায় ডিডিসি নির্বাচন উপলক্ষে বাছাই করা লোকেদের নিরাপত্তা দেওয়া হচ্ছে। অথচ গুপকর জোটের প্রার্থীদের ‘নিরাপত্তার নামে’ এমন জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে যে, তাঁরা সাধারণ মানুষের সঙ্গে কোনও রকম যোগাযোগই করতে পারছেন না। প্রচার তো দূর। এই ভাবেই উপত্যকার গণতন্ত্রকে নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করছেন ওমর। অন্য একটি ঘটনায় মেহবুবার অভিযোগ, পুলওয়ামার রামবিয়ারা নালা এলাকায় বেআইনি ভাবে টেন্ডার ডেকে বালি তোলা হচ্ছে। এ নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পরে তিনি নিজে ওই এলাকায় যেতে গেলে তাঁকে আটকে দেয় প্রশাসন। বিরোধীদের অভিযোগ, কাশ্মীরে বিজেপি-বিরোধী দলগুলিকে সব রকম ভাবে হেনস্থা করে এবং আটকে দিয়ে বিজেপি গোটা উপত্যকায় একাধিপত্য বিস্তার করতে মরিয়া। সে কারণেই তাঁদের নির্দেশে প্রশাসন এমন কাজ করছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন