কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


করোনায় কেমন আছেন তারা

করোনাভাইরাস একটি আতঙ্কের নাম। এই ভাইরাসে প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন শোবিজ অঙ্গনের অনেকেই। অনেকে আবার সুস্থ হয়ে ফিরেছেন স্বাভাবিক জীবনে। তবে নবীন অভিনয়শিল্পীদের থেকে প্রবীণরাই বেশি বিপৎসীমার মধ্যে রয়েছেন। এই দুঃসময়ে কেমন আছেন প্রবীণ গুণী অভিনয়শিল্পীরা? সেই খবর জানাচ্ছেন- পান্থ আফজাল দিলারা জামান টিভি নাটকের গুণী অভিনেত্রী দিলারা জামান। করোনাকে পাশ কাটিয়ে শুটিং হচ্ছে এখন। এই দুঃসময়ে তিনি অভিনয়ের মাঝেই আছেন। তিনি বলেন, ‘আসলে শত্রুর সঙ্গে যুদ্ধ করে এখনো বেঁচে আছি। কী করব ঘরে বসে? এই একটি কাজই তো শিখেছি। কাজ না করলে কীভাবে বেঁচে থাকব! এখন সিঙ্গেল নাটক করছি না, দুই-তিনটি সিরিয়ালেই নিয়মিত কাজ করছি। ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ছবিতে কাজ করলাম। বরজানের লেখা ‘সুজুকি’তে আমি, কচি খোন্দকার, আরমান পারভেজ মুরাদ কাজ করেছি। শ্যাম বেনেগালের ‘বঙ্গবন্ধু’ মুম্বাইয়ে শুটিং হবে। ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে। সেখানে গিয়ে কাজ করব। বরজানের লেখা ফরিদুল হাসানের ‘ফরেন ভিলেজ’ ধারাবাহিকেও কাজ করেছি। তৌকীরের ‘রূপালী জ্যোৎস্না’সহ বিটিভির জন্য নির্মিত জাহিদ হাসানের ‘পিছুটান’ নাটকেও কাজ করেছি। এই হলো আমার বর্তমান অবস্থা। তবে ওপরওয়ালা আমাকে যথেষ্ট ভালো রেখেছেন।’ শর্মিলী আহমেদ আরেক গুণী অভিনেত্রী শর্মিলী আহমেদ। করোনায় শর্মিলী আহমেদ তেমন কাজ করছেন না। সম্প্রতি তাঁর পায়ে অপারেশন হয়েছে। চিকিৎসক তাঁকে ২-৩ সপ্তাহ বিশ্রাম নিতে বলেছেন। আবুল হায়াত টিভি ও চলচ্চিত্রের সুপরিচিত মুখ আবুল হায়াত। তিনি একাধারে একজন মঞ্চ-টিভি-চলচ্চিত্র অভিনেতা, নির্দেশক ও নাট্যকার। করোনাকালে তিনি খুব বেশি নাটক বা চলচ্চিত্রে কাজ করেননি। তিনি বলেন, ‘আছি, আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমতে এখনো সুস্থ আছি। আর এই সময় তেমন কাজ করিনি। গত চার মাসে চারটি নাটকে কাজ করেছি। বিশেষ সতর্কতা নিয়ে তৌকীরের সিরিয়ালে কাজ করেছি। এই সপ্তাহে ৭-৮টি নাটকের অফার এসেছে। মানা করে দিয়েছি। এই বয়সে একবার যদি অসুস্থ হয়ে হাসপাতালে ঢুকি তাহলে সেখান থেকে সুস্থ হয়ে বের হওয়া মুশকিলই!’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন