কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মার্কিন সেনেটে ডোপিংবিরোধী বিল পাস

২০১৪ সালে সোচি শীতকালীন অলিম্পিক চলাকালীন, রাশিয়ায় রাষ্ট্রীয় সহযোগিতায় চলতে থাকা ডোপিং-কীর্তিকলাপ জনগণের সামনে প্রকাশ করে শিরোনামে আসেন গ্রিগোরি রোচেনকভ৷ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে আত্মগোপন করে রয়েছেন তিনি৷ সেই রোচেনকভের কাজকে স্মরণে রেখে সোমবার মার্কিন সেনেট পাস করেছে ডোপিংবিরোধী বিল, যার নাম ‘রোচেনকভ অ্যান্টি-ডোপিং বিল’৷ এই বিলের আওতায় থাকবে আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ করা মার্কিন অ্যাথলিট, তাদের পৃষ্ঠপোষক এমনকি সম্প্রচারের সাথে যুক্ত কর্মীরাও৷ এবিষয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্টি-ডোপিং এজেন্সি ইউএসএডিএ-র প্রধান ট্রাভিস টাইগার্ট বলেন, ‘‘এই আইন সৎ অ্যাথলিটদের সুরক্ষা দেবে৷ পাশাপাশি, আন্তর্জাতিক স্তরে যে ডোপিং চক্রান্ত চলছে, তা খেলাধুলার সাথে জড়িতদের জন্য ক্ষতিকর৷ এই আইন তাকে থামাতে ভূমিকা রাখবে৷’’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন