কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ঢাবির ‘ঘ’ ও ‘চ; ইউনিট বিলুপ্ত হলে জটিলতা তৈরি হবে?

২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদ 'ঘ' আর চারুকলা অনুষদভুক্ত 'চ' ইউনিটের ভর্তি পরীক্ষা না নিয়ে বরং বিজ্ঞান (ক), কলা (খ) এবং ব্যবসা শিক্ষা (গ)—এই তিন ইউনিটে পরীক্ষা নেওয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ। এক্ষেত্রে বিষয় ভিত্তিক দক্ষতা যাচাইসহ শিক্ষার্থী যাচাই-বাছাইয়ে কিছু জটিলতা তৈরি হবে বলে মনে করছেন কেউ কেউ৷ আবার বিজ্ঞান বা ব্যবসা শিক্ষা বিষয়ের শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক শেষ করে যদি নিজ বিভাগে না থাকার সিদ্ধান্ত নেয়, তাহলে নিজ বিভাগভিত্তিক পরীক্ষা দিয়েই তাদের বিশ্ববিদ্যালয়ে অন্য বিভাগে যেতে হবে৷ এছাড়াও কোনও শিক্ষার্থী নিজ বিভাগে ভর্তি পরীক্ষা দিয়ে ইচ্ছা না থাকা সত্ত্বেও অন্য বিভাগের সাবজেক্ট নিয়ে উচ্চ শিক্ষাগ্রহণ করতে হবে৷ এসব জটিলতাসহ আরও কিছু জটিলতার কথা জানা গেছে৷ এসব জটিলতা থাকলেও মূলত, উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে তিন ধরনের শিক্ষা ধারা রয়েছে যেমন, বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা। এ তিন ধারার আলোকেই শুধু তিন ইউনিটে পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে এই তিনটি ধারার পাঠ্যপুস্তকের সঙ্গে মিল রেখেই ভর্তি পরীক্ষার প্রশ্ন করা হবে। এর ফলে পাঠ্যপুস্তকমুখী চর্চাটাও গড়ে উঠবে। শুধু তাই নয়, পরীক্ষার সংখ্যা কমানো ,শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের ভোগান্তির লাঘব করা, গ্রাম-শহরের শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য দূর করা, কোচিং নির্ভরতা কমানো যাবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষকরা৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন