কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


আয়ারল্যান্ডের সেই শহরে বাইডেনের জন্য উচ্ছ্বাস কেন

আয়ারল্যান্ডের ছোট একটি শহর বাল্লিনা। সেখানে মাত্র ১০ হাজার লোকের বাস। শহরের সড়কে গাড়ি নিয়ে আনন্দ মিছিল, ব্রিজে লোকসমাগম। সবাই খুশিতে রাস্তায় নেমে আনন্দ–উল্লাস আর হইচই করছে। শহরটি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেনের বিজয় উদ্‌যাপন করছে। উদ্‌যাপনের কারণ, এই শহর বাইডেনের পূর্বপুরুষের শহর। এ শহরের উত্তরসূরি পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন। এ জন্য রাস্তায় বেরিয়ে তারা নাচানাচি করছে, শ্যাম্পেইন ছিটিয়ে আনন্দ–উল্লাস করছে তারা। বাইডেনের প্রচার দলের একজন এডওয়ার্ড ব্লিইউইট বলেন, জো বাইডেনের পূর্বপুরুষদের ১০ জনই আয়ারল্যান্ডে বাল্লিনা শহরে জন্মেছিলেন। গতকাল শনিবার যখন বাইডেনের হোয়াইট হাউসে যাওয়া নিশ্চিত হয়ে যায়, সঙ্গে সঙ্গে এই ছোট শহরের বাসিন্দারা সাফল্যের উদ্‌যাপনের জন্য রাস্তায় বেরিয়ে পড়ে। বাল্লিনা শহরের স্মাইলার মিচেল সিএনএনকে বলেন, ‘আমার ধারণা, এই শহর আজ রাতে বিশ্বকে বাঁচিয়ে দিয়েছে। কারণ, বাল্লিনা ছাড়া তো আর জো বাইডেনকে কল্পনা করা যায় না।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন